পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিএনপি- জামাত অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (১১ মার্চ) বেলা ১১ টায় লঞ্চঘাট চত্বরে সকাল ১০টায় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদ সদস্য, পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলঙ্গীর হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ, উপ দপ্তর সম্পাদক জি এম জাফর কিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান,পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শহীদুল ইসলাম শহীদ, পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ সোহেল, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহানুর হক, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার সামসুল ইসলামসহ তিন শতাধিক নেতা কর্মী।
উক্ত শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন বলেন অগ্নি ঝড়া মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ স্পষ্ট বিএনপি জামাতের নেতারা হচ্ছেন স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধুর খুনি, একুশে আগস্ট এর খুনি আগুন সন্ত্রাসী। তারই ধারাবাহিকতায় নাশকতার মাধ্যমে তারা ক্ষমতা পরিবর্তন করতে চায়। আওয়ামী লীগ সরকার যেন আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী করতে না পারে সেই লক্ষে নির্বাচন কে বাঞ্চাল করার চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরো বলেন বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে পূর্বের ইতিহাস অনুযায়ী তাদের কর্মকান্ডে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭
Leave a Reply