DWF এর ডিপ্লোমা ইন মিডওয়াইফারী “বিদায়ী সংবর্ধনা” অনুষ্ঠিত।
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার জহির মেহেরুন নার্সিং কলেজে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কোরান থেকে তেলোয়াত, শ্রীমদ ভাগবত গীতা পাঠ, বাইবেল পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। মান পত্র পাঠ করা হয়। একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন নিশা ও দিপান্নিতা
” ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ”
DWF ২০০৭ সাল থেকে স্বাস্থ্য খাতে কাজ শুরু করেছে
২০১০ সালে পটুয়াখালী DWF সায়েন্স এন্ড ডেভেলপমেন্ট টেকনোলজি ইনস্টিটিউট এর স্থাপিত হয় যাহা বরিশাল বিভাগের প্রথম কলেজ। ২০১১ সালে Dwf Community Paramedic Institute অনুমোদন লাভ করে। ২০১২ সালে DWF Mats অনুমোদন লাভ করে।২০১৫ সালে জহির মেহেরুন নার্সিং কলেজ অনুমোদন লাভ করে, এই কলেজে ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং, এসএসসি ইন নার্সিং কোর্স চলমান রয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, পটুয়াখালী । বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস কুদ্দুস মৃধা ( সদস্য গভর্নিং বডি, জহির মেহেরুন নার্সিং কলেজ, পটয়াখালী ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, পটুয়াখালী জেলা)। বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত (সদস্য গভর্নিং বডি, জহির মেহেরুন নার্সিং কলেজ, পটুয়াখালী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব) অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম (অধ্যক্ষ, ডিডাব্লিউএফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি ইনষ্টিটিউট, পটুয়াখালী)। রনজিৎ দত্ত (বিশিষ্ট সমাজ সেবক ও সাধারন সম্পাদক, ক্যাব, বরিশাল বিভাগ) মোসাঃ আখিরুন নেছা (সেবা তত্ত্বাবধায়ক, পটয়াখালী মেডিকেল কলেজ, হাসপাতাল) । মুজাহিদুল ইসলাম প্রিন্স (সাধারন সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পটুয়াখালী) সভাপতিঃ মেহেরুন নেছা, চেয়ারম্যান,জহির মেহেরুন নার্সিং কলেজ, পটয়াখালী ও অধ্যক্ষ · ডিডাব্লিউএফ কমিউনিটি প্যারামেডিক ইনষ্টিটিউট, পটুয়াখালী।
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭
Leave a Reply