শুভ_উদ্বোধন। চুয়াডাঙ্গায় হেশেলঘর ক্যাফেএন্ড্যা রেস্টুরেন্টে।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
হেশেলঘর- heshelghor ক্যাফে এ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর (টগর) Ali Azgar (MP) … এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলী মুনসুর (বাবু),,, Uno Damurhuda দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ Oc Damurhuda জনাব Ferdous Wahid ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবির (ইউসুফ) , দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Md Hazrat Alli হযরত আলি, আওয়ামীলীগ নেতা Selim Uddin Boga সেলিম উদ্দীন (বগা),
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক Saju Ahammed Rinku সাজু আহমেদ (রিংকু),, উক্ত রেস্টুরেন্টের (সিইও) Abdur Rahaman Jassim আব্দুর রহমান (জসিম)..
ম্যানেজিং ডাইরেক্টর (MD) Arju Ahmed আরজু আহমেদ রাকিব।
CHUADANGA-বাংলাদেশের প্রথম রাজধানী।গ্রুপের চিফ এডমিন Moshiur Rahman,মশিউর রহমান। সহ বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply