পটুয়াখালীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২৩ এর পটুয়াখালী সদর উপজেলা কমান্ড প্যানেল গঠন।
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২৩ এর পটুয়াখালী সদর উপজেলা কমান্ড প্যানেল গঠন।
২১ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২৩ প্রার্থিদের প্যানেল গঠনের জন্যে সভার আয়োজন করা হয় পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদে। উক্ত সভায় হাবিবুল হোসেন আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান, সাবেক এমপি সরদার আব্দুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ
সুলতান আহমেদ মৃধা, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন তালুকদার প্রমুখ।
এদের উপস্থিতিতে এবং সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সভায় সর্ব সম্মতিক্রমে (১১ জন্য সদস্য বিশিষ্ট) প্যানেল গঠনে ( প্রথম ২ টি পোস্ট) যথাক্রমে কমান্ডার হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের নিমিত্তে সিদ্ধান্ত গ্রহন করা হয় কমান্ডার বাদল ব্যানার্জি, ডেপুটি কমান্ডার সিরাজুল আলম মোল্লা এবং প্যানেলের বাকি ৯ টি পোস্টের বিপক্ষে ১৬ জন নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোশন করেন।
উক্ত ৯ জন কে বাছাই তে সভায় নির্ধারিত কমান্ডার, ডেপুটি কমান্ডার ও নির্মল কুমার রক্ষিত ( সাবেক সভাপতি প্রেসক্লাব,পটুয়াখালী ) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সকলে আসাবাদ প্রকাশ করেন এই একটা প্যানেল ই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচনে অংশ গ্রহণ করবে।
সভায় ৯০ জন জীবিত মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭
Leave a Reply