” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক, ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলফাডাঙ্গা উপজেলাসহ ১৫৯ টি উপজেলা ও ০৭ টি জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন”
আজ বুধবার ( ২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার জনাব রফিকুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব-আশরাফুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ। আলফাডাঙ্গা সরকারি কলেজ এর অধ্যক্ষ শাহ মোঃ জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আলফাডাঙ্গা উপজেলাসহ ১৫৯ টি উপজেলা ও ০৭ টি জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। যাচ্ছেন।
Leave a Reply