পটুয়াখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপন হয়েছে।
মোঃ মহিউদ্দিন সুমন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ও স্মৃতি সৌধে পুষ্পস্তাবক অর্পণ করে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উক্ত পুষ্পস্তাবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর উল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক খাইরুল হাসান খায়ের, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিযুর রহমান, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম(শহিদ), জেলা যুবলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল,জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান শাকিব সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
Leave a Reply