চৌদ্দগ্রাম কাশিনগরে ওরা এগারোজন সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ।
প্রতি বছরের ন্যায় এবারও চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে সামাজিক সংগঠন ওরা এগারোজন সংঘের ১২তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইউনিয়নের গণিমিয়া বাজারে ওরা এগারোজন সংঘের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে পাঁচশত লোকের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক আমির হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক এম কে রায়হান সহ সংগঠনের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপাল নগর মহিলা মাদরাসা সহ সুপার মাওলানা শাহআলমের পরিচালনায় মুনাজাত পরিচালনা করেন কাশিনগর ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ আয়াতুল্লাহ নূরী। এ সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গোপাল নগর মহিলা মাদরাসা সুপার মাওলানা হাফেজ মাহবুবুল হক।উক্ত ইফতার মাহফিল এলাকার প্রবাসী ও সর্বসাধারণের জন্য দোয়া মুনাজাত করা হয়। সংগঠনের নেতারা জানান
আগামী ২৮শে রমজান ২০০টি অসহায় পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply