আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য 100ml ২৪ বোতল Alcohol 90% উদ্ধার || গ্রেফতার ০১ (এক) জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে তিওয়রবিলা ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন কাবিলনগর বাজারস্থ পাকা রাস্তার উপর হতে ইং ১৬/০৪/২৩ তারিখ রাত আনুমানিক ১১.১৫ ঘটিকার সময় আসামী মোঃ মিঠু (৪৫), পিতা-মৃত: আফিজ উদ্দিন, গ্রাম- কাবিলনগর, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে ২৪ (চব্বিশ) বোতল ৯০% Alcohol সমৃদ্ধ Homoeopathic Potency Medicine রেক্টিফাইড স্প্রিডসহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
Leave a Reply