সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঈদের নামাজে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে নিহত ১ পুলিশসহ আহত ২০, আটক ১৮
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঈদের নামাজ আদায়ের পরে মসজিদের সামনে থেকে জুতা পরিবর্তন হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন ।
নিহতের নাম আবুল কাশেম (৩০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
শনিবার ঈদের দিন সকালে মাইজখলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঈদের দিন সকালে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে জুতা হারিয়ে যায় এক শিশুর। এনিয়ে প্রথমে গ্রামের জালাল শাহ ও নিহত আবুল কাশেমের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত আবুল কাশেমকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকালে চিকিৎসা নেওয়া অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। একজন পুলিশ সদস্যসহ ১০/১৫ জন আহত হয়েছে। নিহতের ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply