পটুয়াখালী পৌরসভার উদ্যোগে মেধাবী সম্মাননা পেল সহাস্রাধিক শিক্ষার্থী
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর পৃষ্ঠ পোষকতায় “সুন্দর কর্ম সম্মুখে সোনালী দিন, মনন চর্চায় সুন্দর আগামী দিন” এ শ্লোগানে সহাস্রাধিক মেধাবী শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি মাদরাসা ও কারিগরি বোর্ডের সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মানা এবং স্কুল ও কলেজ পর্যায় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
মেয়র মহিউদ্দিন আহম্মেদের পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিস্ট কবি ও লেখক খন্দকার ফরহাদ জামান বাদলের উপস্থাপনায় মেধাবী সম্মাননা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২২ বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম পিপিএম-বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। আরও বক্তব্য রাখেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অভিভাবক এ্যাড: আবুল কালাম আজাদ, মেধাবী শিক্ষার্থী নিসরাত জেনীন লাম, নাঈম খান, সাবিরা মারিয়াম, তাসনিম ফেরদৌস ও আবির কুমার দাস।
উক্ত অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১০ জন ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭০ জনসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের এসএসসি ও এইচএসসি সমমানের জিপিএ-৫ প্রাপ্ত এবং স্কুল ও কলেজ পর্যায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের হাতে ট্রপি ও ক্রেস্ট এবং ব্যাগ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।
Leave a Reply