লাইসেন্স বিহীন পশুখাদ্য,অনুমোদনহীন ঔষধ প্রতিষ্ঠানকে জরিমানা ও একজনের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
বেড়া প্রতিনিধি: লাইসেন্স বিহীন পশুখাদ্য ও অনুমোদনহীন ঔষধ উৎপাদন কারী প্রতিষ্ঠানকে জরিমানা ও একজনের ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে বেড়া উপজেলা ভ্রাম্যমান আদালত, আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বেড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সবুর আলীর, নির্দেশনায় ও বেড়া মডেল থানা পুলিশের সহোযোগিতায় দক্ষিণ পাড়া ও বেড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন- ২০১০ অনুযায়ী গৌতম কুমার দত্ত (৫৩) লাইসেন্স বিহীন পশুখাদ্য প্রক্রিয়াজাত করণের অপরাধে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়, ও ডা: রেজাউল করিম (৫২) অনুমোদনহীন ১১ টি ঔষধ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণের অপরাধে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। স্থানীয় এলাকা বাসীর সূত্রে জানা যায়, গৌতম কুমার দত্ত অনেক আগে থেকে তার গোডাউনে অবৈধ ভাবে গোখাদ্য ভুষিতে ভেজাল মিশায়, এর আগে গোখাদ্য ভেজাল মিশানোর কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায়, গৌতম কুমার দত্ত একজন অবৈধ ব্যবসায়ী গোখাদ্য ভুষি ভেজাল মিশানো,ইন্ডিয়া থেকে অবৈধ ভাবে জিরা, গরম মসলা, নিষিদ্ধ পলিথিন, কসমেটিকস পণ্য, ইত্যাদি বাংলাদেশ এনে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। তার এই অবৈধ ব্যবসা নিষিদ্ধ করার জন্য প্রশাসনের উপর দৃষ্টি কামনা করে তারা। এ বিষয়ে বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিজু তামান্না বলেন,লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে ও একজনের ৩ মাসের বিনাশ্রম কারা দন্ড দেয়া হয়েছে।
Leave a Reply