বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান।
স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টেলিভিশন খুলনা।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব সোলেমান খানের খুলনায় আগমনে খুলনার ঐতিহ্যবাহী সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
জুম্মার নামাজের পর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিব মহোদয়কে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সুযোগ্য পরিচালক প্রফেসর হারুনর রশীদ, উপপরিচালক খোন্দকার রুহুল আমিন, সচিব মহোদয়ের একান্ত সচিব জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সদরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ এ সময় সচিব মহোদয়কে শিক্ষানীতি ২০১০ এর আলোকে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সরকারি মাধ্যমিকের সকল পর্যায়ের শূন্য পদে দ্রুত পদোন্নতি প্রদানের অনুরোধ জানান। মাননীয় সচিব মহোদয় এ সময় দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদে পদোন্নতি ও নিয়োগদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply