চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ কতৃক নমুনা শর্স্য কর্তন।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আজ ৩০ শে এপ্রিল ২০২৩ ইং রবিবার বিকাল ৪.০০ ঘটিকায়
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়ন খেজুরা ব্লকের কৃষক বায়েজিদ জোয়ার্দার এর নমুনা শর্স্য কর্তন বঙ্গবন্ধু ধান ১০০ কর্তন করা হয়েছে। উক্ত ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরিন বিনতে আজিজ। আরও উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার এম এ করিম ও শেফালী খাতুন এবং চুয়াডাঙ্গা উপসহকারী কৃষি অফিসার আমিরুল ইসলাম রাসেল । শর্স্য নমুনা কর্তন অনুষ্ঠানে ধান কর্তন করে ঝেড়ে পরিমাপ করে নমুনা সংগ্রহ করা হয়। উপসহকারী কৃষি অফিসার এম এ করিম নমুনা ধান ওজন করে বলেন বঙ্গবন্ধু ১০০ ধান বিঘা প্রতি ৩০ মণ হারে হবে। এছাড়াও উক্ত ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সহ সভাপতি. বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা যুগ্ন আহবায়ক কৃষক বায়েজিদ রহমান জোয়ার্দার সহ বিপুল জোয়ার্দার. ঠান্ডু. আজমেরী সহ অনেক কৃষক। এসময় কৃষক বায়েজিদ রহমান জোয়ার্দার বলেন বঙ্গবন্ধু ১০০ ধানের মত ফলন অন্য কোন ধানে হয় নাই। বঙ্গবন্ধু ১০০ ধান রোপন করে আমি অনেক খুশি। সেই সঙ্গে আরও বলেন সরকার যদি চুয়াডাঙ্গা কৃষকের জন্য ৭০% ছাড়ে ধান কাটা হারভেষ্ট মেশিন দিতো তাহলে চুয়াডাঙ্গা কৃষকরা অনেক বেশি উপকৃত হবে।
Leave a Reply