জমি নিয়ে বিরোধ পতিপক্ষের হামলায় নিহত ০১জন।
মোঃ মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় বিরোধের জের ধরে জাকির মোল্লা(৪৫) নামের একজন নিহত, আজ ০২/০৫/২০২৩ইং.. তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় সাহাপুর ও গাইনপাড়া মাঠে এ হত্যাকান্ড ঘটে।
নিহত জাকির মোল্লা দৌলতপুর উপজেলা হুগলবাড়ী ইউপির সাহাপুর গ্রামের আরব মোল্লার ছেলে,
পুলিশ ও প্রত্যক্ষদশিরা জানায়, নিহত জাকির মোল্লার সঙ্গে গাইন পাড়া এলাকার আবু মণ্ডলের জমি নিয়ে বিরধ চলেছিলো।
মঙ্গলবার সকালে জাকির মোল্লা তার আবাদ করা মরিচের জমিতে গেলে আবু মণ্ডল ও তার স্বজনরা তার উপর চাড়াও হয় এবং কথা কাটা-কাটির একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাই।
পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
Leave a Reply