পটুয়াখালীর গলাচিপায় ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপায় শহিদুল হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে এক বৃদ্ধাকে (৬৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
২৫ এপ্রিল (মঙ্গলবার) গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর বিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। শহিদুল হাওলাদার একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় ২৬ এপ্রিল বুধবার ধর্ষণের শিকার হওয়া বৃদ্ধার ছেলে রহমত উল্লাহ কতৃক গলাচিপা থানায় এজাহার দায়ের হয়েছে।
এজাহার সূত্রে জানাগেছে, ২৫ শে এপ্রিল রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে পড়ে ৬৫ বছরের বৃদ্ধা। পরে রাত ১টার দিকে একই এলাকার শহিদুল হাওলাদার বৃদ্ধার ঘরের জানালা ভেঙ্গে মুখ চেপে ধরে ধারালো অস্ত্রের(চাকু) সামনে দিয়ে ভয়ভীতি দিখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়া বৃদ্ধার আত্মচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ভীত সন্তষ্ট শহিদুল হাওলাদার পিছনের দরজা খুলে পালিয়ে যান। পরে বৃদ্ধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি শোনিত কুমার গায়েন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি থানার বাহিরে একটা কাজে আসছি না দেখে বলতে পারছি না। তবে অভিযোগ দেয়া থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply