বেড়ায় ব্যবসায়ি দ্বন্দের জেরে প্রকাশের উপর ইশ্বর গংএর হামলা।
পাবনার বেড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহশপ্রতিবার সকালে বেড়া উপজেলায় পৌর মহল্লার বনগ্রাম উওর প্রকাশের বাড়ির পাশে তার উপর আর্তকিত হামলা করে ঈশ্বর রাস্তার উপর এ ঘটনা ঘটে। জানা যায় বেড়া বনগ্রাম পরিমল হলদারের ছেলে প্রকাশ হলদার সাথে একই গ্রামের ক্ষিতিস হালদারের ছেলে ঈশ্বর হালদারের দীর্ঘদিন ধরে ব্যবসায়ি বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত বৃহশপ্রতিবার সকালে ঈশ্বরের নেতৃত্বে কয়েকজন ভাড়া করা গুন্ডা মিলে লাঠিসোঁটা, রামদা, চাপাতি, লোহার রড নিয়ে ব্যবসায়ী প্রকাশের উপর হামলা চালিয়ে আহত করে। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন প্রকাশ বেধড়ক কুপিয়ে আহত করে। বর্তমানে প্রকাশ হাসপাতালে ভর্তি আছে। আহত প্রকাশ জানান শত্রুতার জেরে ঈশ্বর গং তার দলবল নিয়ে আমার উপর হামলা করে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে আহত করে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে কয়েক ঘন্টা পরে তার সহযোগি প্রসনের উপর হামলা করে সে বাদী হয়ে বেড়া মডেল থানায অভিযোগ করেছে। বেড়া মডেল ওসি হাদিমুল ইসলাম বলেন, প্রকাশের সহযোগি প্রসন এর অভিযোগ পেয়েছি,তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা
তারিখ ৫/৫/২৩ ইং
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply