নগরকান্দায় সর্প দংশনে কিশোরের মৃত্যু
মোহাম্মদ আবিদ হুসাইন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের মন্জু শেখের ছেলে লামিম(১১) কে সাপে কামুড় দিলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় বলে নিহতের বাড়ির লোকজন জানান। ১৯ মে শুক্রবার সকালে পাট ক্ষেত কৃষক কে নাস্তা (খাবার) দিতে বাড়িথেকে দীঘীর ভিটার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সাপে কামুড় দেয় বলে বাড়িতে ফিরে এসে তার মা,বাবাকে জানালে তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়।স্থানীয় লোকজন জানান জাতি সাপ(গোখরা সাপ) লামিম কে কামুড় দেয়।লামিম নগরকান্দা কাসিমুল উলূম মাদরাসায় পড়ে বলে তারা জানায় ।ছেলের অকাল মৃত্যুতে তার গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মদ আবিদ হোসাইন
01620739155
19/5/2023
১৯ মে ২০২৩
Leave a Reply