পটুয়াখালীর গলাচিপাতে ১৮ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপা থানাধীন আমখোলা ইউপি এলাকা হতে বশির হাওলাদার (৩৫) কে ১৮(আঠার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ, পটুয়াখালী।
শনিবার (২০ মে) এসআই রানা রায় সঙ্গীয় ফোর্সসহ পটুয়াখালী জেলাকে মাদক মুক্ত রাখতে পটুয়াখালীর পুলিশ সুপাার, বিপিএম, পিপিএম,
জনাব মোঃ সাইদুল ইসলাম পটুয়াখালীর যথাযথ দিক নির্দেশনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন এর তত্ত্বাবধানে বশির হাওলাদার (৩৫) কে গলাচিপা থানাধীন আমখোলা ইউপি এলাকা থেকে গ্রেফতার করে, সে পটুয়াখালীর আউলিয়াপুর (৯ নং ওয়ার্ডের) বাদুরা নামক এলাকার আঃ লতিফ হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও গলাচিপা থানায় নিয়মিত মাদক মামলার পলাতক ০৪ জন আসামি গ্রেফতার করা হয়।
Leave a Reply