আজ চাঁদপুর জেলায় মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাহিদ হোসেন। স্টাফ রিপোর্টার খুলনা। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেছেন চাঁদপুর জেলা মৎস্যজীবীলী। আজ ২২ শে মে রোজ সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত রোজ রবিবার ২১ শে মে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ও মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান। আওয়ামী লীগ মসজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী। এতে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল গাফফার কুতুবী সহ মৎস্যজীবী লীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। মৎস্যজীবী লীগের সকল নেতা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেছেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান প্রমূখ।
Leave a Reply