ধারাবাহিক ভাবে দীর্ঘদিন ধরে কি ঘটছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টোনারচর গ্রামে।
বীরমুক্তিযোদ্ধা জামান মিয়ার বাড়িঘর ভাংচুর, জমিজমা কে কেন্দ্র করে প্রায় চার বছর আগে থেকে শুরু হয়েছে ঘটনার সূত্রপাত।
ধারাবাহিক ভাবে হামলা মামলা চলছে তো চলছেই।
সর্বশেষ গত এক বছর আগে থেকে সংঘর্ষের চুড়ান্ত রুপ নেয় একাধিক হামলার ঘটনা, উভয় গ্রুপে এ পর্যন্ত ৮/১০ মামলা হয়েছে।
কখনো থানায় কখনো মাননীয় আদালতে।
গ্রামের নিরীহ জনসাধারণ ও এ হামলা ও মামলা থেকে রক্ষা পাচ্ছে না।
সার্বক্ষণীক আতঙ্কে দিন কাটছে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষদের।
গ্রামের বীরমুক্তিযোদ্ধা জামান মিয়া ও আমানত বেগের মধ্যে জমি ক্রয় করা কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ ঘটনা চলছে তো চলছেই।
মীরমুক্তিযোদ্ধা জামান মিয়ার গ্রুপ
বনাম
আমানত বেগের গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন গ্রামের ইব্রাহিম মোল্লা (মাস্টার), মাসুদ মোল্লা ও আহম্মদ মোল্লা।
জানমালের ক্ষতি সাধন হচ্ছে দিনের পর দিন।
এর কি কোন সমাধান হবে না?
এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা জামান মিয়া বলেন যে,
সর্বশেষ গতকাল ২৬ মে দুপুরে আমার বাড়িঘর ভাংচুর করে লন্ডভন্ড ও লুটপাট করে পালিয়ে যায় আমানত বেগের লোকজন,
আমি এটির সুষ্ঠু বিচার দাবি করছি।
বিষয়টির সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনা স্থলে থানা পুলিশ গেলে উভয় গ্রুপ তাৎক্ষণিক একটু গাঁঢাকা দিয়ে লুকিয়ে থেকে পুলিশ সেখান থেকে চলে আসার পরপরই আবার শুরু হয় দেশীয় অস্ত্রের মহড়া।
বিষয়টি নিয়ে এলাকাবাসী সংশয় প্রকাশ করছে,
যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা।
এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,
সারা জীবন শুনে আসছি থানা পুলিশ পারে না এমন কোন কাজ নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে টোনারচর গ্রামে দীর্ঘদিন ধরে ঘটনার পর ঘটনা যে ভাবে ঘটছে এর কোন সুরাহা কি হবে না?
আমরা সব সময় হামলা ও লূটপাতের আতঙ্কে থাকি।
আমারা এলাকাবাসী শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই।
Leave a Reply