পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে আলহাজ্ব অ্যাড. আরিফুজ্জামান রনির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালীঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব অ্যাড. আরিফুজ্জামান রনি এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে (শুক্রবার) পটুয়াখালীতে আলহাজ্ব অ্যাড. আরিফুজ্জামান রনির নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এবং হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটে শহরের থানা পাড়া সরকারি গোডাউন সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে সিঙ্গারা পয়েন্টে গিয়ে এর সমাপ্তি ঘটে। এসময় বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন এলাকা থেকে যুব লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষ আলহাজ্ব অ্যাড. আরিফুজ্জামান রনি বলেন ধন্যবাদ জানাচ্ছি মা-মাটি-মানুষের বন্ধু পটুয়াখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সাবেক সফল ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পক্ষ থেকে। নির্বাচন-পূর্ববর্তী সময় আওয়ামী বিরোধী চক্র প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির ধৃষ্টতা দেখিয়েছে ও দেশকে অচল করার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং সকল কুচক্রী মহলের চক্রান্তের হাত থেকে দেশ রক্ষায় প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে সকলের প্রতি আহব্বান জানাচ্ছি।
Leave a Reply