জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ খুলনা বিচাগীয় শ্রেষ্ঠ রোভার শিক্ষক।মোহা: আব্দুর মুকিত জোয়ার্দ্দার,জ্যৈষ্ঠ প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ,বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা সদর কলেজ,তিতুদহ,চুয়াডাঙ্গা সিএএলটি সম্পন্নকারী ও ডিআরএসএল বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার। বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের এই গুনি শিক্ষক ১৯৮২ সালে বালিয়াকান্দি গ্রামের জোয়ার্দ্দার পরিবারে জন্মগ্রহন করেন।পিতা: মোহা: আব্দুর রশিদ জোরার্দ্দার।তিনি ছাত্র জীবন থেকেই রোভারিং এর সাথে নিবিড়ভাবে জড়িত। সরকারি মাইকেল মধুসুদন কলেজের সিনিয়র রোভার মেট ছিলেন।এরপর তিনি বড় সলুয়া কলেজে ২০১০ সালে যোগদান করার পর, অধ্যক্ষ মো: আব্দুস সাত্তারের নির্দেশ এ রোভার দল খোলেন এবং অদ্যাবধি রোভার স্কাউট লিডার হিসাবে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে ২০১৪ সালে এবং ২০১৮ জেলা রোভার মুটে দক্ষতার সাক্ষর রেখেছে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি রোভার দল। সাথে সাথে জেলা/আঞ্চলিক/জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগামে সরব উপস্থিতি নিশ্চিত করছে। স্কাউটার মো:আব্দুর মুকিত জোয়ার্দ্দার দেশব্যাপি দক্ষ রোভার পরবর্তীতে স্কাউটার হিসাবে বহুল পরিচিত। তিনি ২০১৪ সালে জাতীয় শিক্ষ সপ্তাহে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়।২০১৮ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় শেষ্ঠ রোভার স্কাউট লিডার নির্বাচিত হন। তিনি ২য় মেয়াদ এ কোষাধ্যক্ষ দায়িত্ব পালন শেষ করে ও বর্তমান বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এর ডি আর এস এল হিসেবে দায়িত্ব আছেন।তার এই সাফল্যের জন্য তার পরিবার,অধ্যক্ষ,সহকর্মী, ছাত্রছাত্রী, রোভার দল সহ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদষ্য এবং তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply