ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সার্বিক সহযোগিতায় অদ্য ৩০.০৫.২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলা শাখার মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন সরদার আল আমিন, সভাপতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, অ্যাডভোকেট মানিক আকবর, সভাপতি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব, প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিবসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply