পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
পটুয়াখালীতে জেলা প্রশাসন ও ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার(৩১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্য “তামাক নয়, ফসল ফলান” শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউর রহমান। আলোচনা করেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের এসডিআই মেহেদী হাসান, শুকতারার পরিচালক মাহাফুজা ইসলাম, পল্লী প্রগতি সমিতির উপ-প্রধান কর্মকর্তা মোঃ এনায়েত মামুন, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাবরিনা শাহানাজ,সাংবাদিক কামরুজ্জামান হেলাল প্রমুখ। সভায় সভার সভাপতির কাছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৩ এর প্রাক্কালে স্বাস্থ্য মন্ত্রনালয় প্রণীত তামাক নিয়ন্ত্রন আইনের সংশোধনী দ্রুত পাসের উদ্যোগ গ্রহনের দাবীতে ঢাকা আহছানিয়া মিশনের পক্ষে মিশনের টেকনিক্যাল ডিরেক্টর রবিউল আমিন বাবুল এক স্মারক লিপি পেশ করেন। এর আগে সকাল ৯.৩০ মিঃ সময় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্্যালী শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্্যালী শেষ করা হয়।
সভায় তামাক নিয়ন্ত্রনে তৃণমূল পর্যায়ে তামাকের ক্ষতি বিষয় জনগনকে সচেতন করার জন্য বাস্তবমুখী প্রচার- প্রচারনার কার্যকর পদক্ষেপ গ্রহনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তার।
Leave a Reply