ফেসবুকে প্রতারণার জাল পেতে জোরপূর্বক অর্থ আদায় ছিলো তাদের কাজ।।০৩ (তিন) প্রতারক আটক
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তারাপুর গ্রামস্থ মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমান(৩২) বর্তমানে চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ার বাসবাস করছেন। চুয়াডাঙ্গা সদর থানাধীন জ্বীনতলা মল্লিকপাড়া নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সাথে কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে বৃষ্টি খাতুন প্রতারণামূলকভাবে মতিউর রহমানকে প্রেমের ফাঁদে ফেলে। প্রতারণার ফাঁদ পেতে বৃষ্টি খাতুন গত ২৬.০৫.২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভিকটিম মতিউর রহমানকে চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগানপাড়াস্থ নির্জন বাসায় আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে প্রতারক মোছাঃ বৃষ্টি খাতুনের বাসায় আসলে আসামী ১। মোঃ নয়ন (৩২), পিতা- মোঃ নওশাদ আলী, ২। মোঃ স্বপন (২৯), পিতা- মোঃ নওশাদ আলী, ৩। মোঃ আসিফ আহম্মেদ@প্লাবন(২৬), পিতা- মোঃ বদর খান, ৪। মোছাঃ বৃষ্টি খাতুন(২৭), স্বামী- মোঃ নয়ন, ৫। মোছাঃ মিথিলা(২৩), স্বামী- মোঃ স্বপন, সর্ব সাং- জীনতলা মল্লিক পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মতিউর রহমানকে জিম্মি করে মুক্তিপন বাবদ ১,০০,০০০/- টাকা দাবী করে। একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮,০০০/- টাকা দিলে আসামীগণ ভিকটিমকে মুক্তি দেয়। পরবর্তীতে ভিকটিম উপরে বর্ণিত আসামীসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মামলা রুজুর সাথে সাথে অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানাকে ঘটনার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করতে বলেন। পুলিশ সুপারের নির্দেশে জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ ইং-৩১.০৫.২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী মোছাঃ বৃষ্টি খাতুন, নয়ন, আসফি আহম্মদে @প্লাবনদের গ্রেফতার করে।
Leave a Reply