1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

খুলনা সিটি নির্বাচনের গরম হওয়া বইছে।

জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১১৫ Time View

খুলনা সিটি নির্বাচনের গরম হওয়া বইছে।

জাহিদ হোসেন। স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা। আগামী ১২ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন। খুলনার প্রার্থীরা বরাদ্দের বাড়িতে বাড়িতে ঘুরতে বেড়াচ্ছে। ভোটের মাঠে গরম হওয়া বইছে। কারা হচ্ছে আগামী জুনে খুলনার সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী। জানা গেছে যে নতুন পুরাতন এবার নতুন কাউন্সিলর বানাবেন বলে জানিয়েছেন এলাকার এলাকার ভোটাররা। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ঘুরে দেখা গেছে যে, নতুন কিছু কিছু এলাকায় ভোটাররা ৩নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ড নতুন কাউন্সিলর হিসেবে দেখতে চায়। এবারের (কেসিসি) মেয়র পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বারবার মেয়র পদে নির্বাচিত তালুকদার আব্দুল খালেক (তার মার্কা হচ্ছে নৌকা ), ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমের অধ্যক্ষ হাফেজ মাওলানা আউয়াল (হাতপাখা), সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) আব্দুল গাফফার বিশ্বাস ( নাঙ্গল), জাঁপা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশের কমিউনিস্টি পার্টির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাবেক জাপানেতা এম এম মুশফিকুর রহমান, আগুয়ান একাত্তরের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী। খুলনা নির্বাচনের বিষয়ে মেয়র প্রার্থীরা যা বলেছেন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আমাকে খুলনা বাঁশি ভালোবাসায় বলে আমি জনগণের ভালোবাসা পেয়ে নির্বাচনে অংশগ্রহন নেওয়ার প্রস্তুতি নিয়েছে। আমাকে মেয়র এর পর থেকে সরানোর জন্য অনেক প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি খুলনাকে মডেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা কাজ হাতে নিয়েছে। এবার কাউন্সিলর রা বলেছেন খুলনা ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর জনগণের কাছ থেকে ঘটছে জনগণের সেবা করার দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছি বলে জানিয়েছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাস্টার আব্দুল সালাম। ওয়ার্ড কাউন্সিলর বলেন আমি রাত দিন ব্যস্ত সময় পার করছি আমার ওয়ার্ডের জনগণের বাড়িতে বাড়িতে। খুলনা সিটি নির্বাচনে বড় দুই দলের মাঝে কাউন্সিলর প্রার্থীর ছড়াছড়ি। এর মাঝে ৩ন; ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাস্টার আব্দুল সালাম বলেন এই ওয়ার্ডের জনগণের ভালোবাসা পেয়ে আমি তিন তিনবার কাউন্সিলর হতে পেরেছি। এবারও ভোটারদের ভালোবাসা পেলে আমি চতুর্থ বারের মত কাউন্সিলর হিসেবে জয়যুক্ত হয়ে আমার বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করছি। আসন্ন (কেসিসি)নির্বাচনের এলাকায় মোড়ে মোড়ে চায়ের দোকানে আড্ডাস্থল একটাই গুঞ্জন কে হবে ৩নং ওয়ার্ডবাসীর প্রাণপ্রিয় কাউন্সিলর? এই নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই ভোটারদের মাঝে। আজ শুক্রবার খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন কিরে আমার লেখা মুক্তিযোদ্ধা অনলাইন টিভির প্রচারিত দৈনিক জনগণ নিয়ে কথা বলে। নির্বাচনে ৩নং ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে নানা কথার আয়োজন। কাউন্সিলর আলহাজ্ব মাস্টার আব্দুল সালাম বলেন আমাকে ২০ বছর ধরে এই এলাকায় বাসিন্দারা চাইছে বলে আমি ক্ষমতায় টিকেছিলাম , তা থেকে আমি বারবার জনগণের চাওয়াতে আমি কাউন্সিলর পদে নির্বাচন করি তবে আমার দলের সিদ্ধান্ত আগে। আমার এই এলাকায় মানুষের কথা চিন্তা করে নির্বাচন প্রস্তুতি নিয়েছি আমার ওয়ার্ডের মোটেও যে উন্নয়ন হয় না তা আমি বলবো না, তবে পরিমিত নয় আরো নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ, নির্মাণসহ অভন্তরনীয় উন্নয়ন মূলক কাজ করে যাব। সর্বোপরি নং ওয়ার্ডে এলাকায় বাসিন্দারা জানান যে তারা তাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করে এমন একজন জনপ্রতিনিধি সমর্থন করবে বা চাইছে। তিনি যেন দিনে রাতে সুখে দুখে বিপদে আপদে সর্বক্ষনিক জনগণের পাশে থেকে সহযোগিতা করবেন। ভোটারদের সুখ দুঃখ ভাগ করে নিবেন। এবার এমন একজন কাউন্সিলর হিসেবে আমরা চাই ৩নং ওয়ার্ড এলাকাবাসী মিলে যাতে করে তার সব দিক পরিপূর্ণ রেখে জনগণের সেবা করতে পারে সে একজন কাউন্সিল আমরা জয়যুক্ত করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss