আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় মামলা রুজুর সাথে সাথেই আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সরকারি বহুমুখি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান (৫৭), পিতা-মৃত নিজাম উদ্দিন খান, গ্রাম-কলেজপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, অষ্টম ও নবম শ্রেণির অর্ধবার্ষিক এবং দশম শ্রেণির সাময়িক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণকালে ঐ স্কুলের এক ছাত্রের মা মোছাঃ সামসাদ বেগম রানু@রাঙ্গা ভাবি (৫০) স্কুলে প্রবেশ করে স্কুলের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে কিছু বুঝে উঠার আগেই তাকে শার্টের কলার ধরে আক্রমণ করে এবং বাম গালে থাপ্পড় মারে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বলতে থাকে যে, তার ছেলেকে কেন রুমের মধ্যে না নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। প্রধান শিক্ষক তাকে বোঝানোর চেষ্টা করেন যে, সকল ছাত্রকে একই সঙ্গে যার যার পরীক্ষা কক্ষে বসতে দেওয়া হচ্ছে। সে আরও উত্তেজিত হয়ে বলে যে, সকল ছাত্র আর তার ছেলে এক না। তার ছেলেকে অফিসে বসতে দেয়া হল না কেন? এই বলে সে তার পায়ের স্যান্ডেল খুলে প্রধান শিক্ষকের গায়ে ছুঁড়ে মারে। প্রধান শিক্ষক রবিউল ইসলাম কর্তৃক দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় বর্নিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মামলা রুজুর সাথে সাথেই অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানাকে তদন্ত সাপেক্ষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিকে আইনের আওতায় আনতে নির্দেশনা প্রদান করেন। বিপ্লব কুমার নাথ, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ একরামুল হোসাইন, এসআই (নিঃ)/আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ইং ০৭.০৬.২০২৩ তারিখ আলমডাঙ্গা পৌরসভাধীন এরশাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত প্রকৃত আসামি মোছাঃ সামসাদ বেগম রানু @ রাঙ্গা ভাবি (৫০), স্বামী-মোঃ জাহিদুল হায়দার, সাং-এরশাদপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে।
Leave a Reply