পটুয়াখালীর আবাসিক সিকদার হোটেলের ম্যানেজার হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।
মোঃ মহিউদ্দিন সুমন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবন ও চাঁদা না দেওয়ায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে (৩৮) পেট্রল দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিব গাজীকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের মাধ্যমে বরিশালের উজিরপুর উপজেলা থেকে অভিযুক্ত সাকিব গাজীকে গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমরা মামলার প্রধান আসামি সাকিব গাজীকে আটক করতে সক্ষম হয়েছি।পরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply