কাউখালীতে দিনের বেলায় দুঃসাহসিক চুরি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:শেখ মৌসুমি ইসলাম
পিরোজপুরের কাউখালীতে দিনের বেলায় চারটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে, পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বুধবার(১৪ জুন) দুপুরে এক এক করে চারটি বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। উপজেলা দক্ষিণ বাজারের মুদির দোকানদার ফরিদুজ্জামানের বিল্ডিং এর তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে। ফরিদুজ্জামান জানান, তার ঘর থেকে নগদ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। মানিক মিয়া কিন্টারগার্টেন সংলগ্ন প্রবাসী জিয়াউর রহমান রতনের ভাড়াটিয়া বিল্ডিং এ তিনটি বাসায় চুরি সংগঠিত হয়েছে। বাড়ির মালিক প্রবাসী জিয়াউর রহমান রতন জানান, তার বিল্ডিংয়ের ভাড়াটিয়া কোম্পানির শফিকুল ইসলামের বাসার তালা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে, একই বিল্ডিং এর শিক্ষিকা আসমা বেগমের ঘরের তালা ভেঙ্গে নগদ বিশ হাজার টাকা ও রিপন আর্মির বাসার তালা ভেঙ্গে নগদ পঁচিশ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এ সময় কেউ বাসায় ছিল না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়ার জানান চুরির ঘটনা শুনেছি। সাঁড়াশি অভিযান করে চোরকে আটকের চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply