পটুয়াখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী রাধামাধব মন্দির জুবিলী স্কুল সড়ক পটুয়াখালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পটুয়াখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (২০ জুন) পটুয়াখালীতে আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী রাধামাধব মন্দির জুবিলী স্কুল সড়ক পটুয়াখালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পটুয়াখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ২০ জুন মঙ্গলবার হতে ২৭ জুন মঙ্গলবার ৮ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন সভাপতি ইস্কন পটুয়াখালীআসোর, দুর্লভ দাস ব্রহ্মচারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল্লাহদ গোবিন্দদাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ইস্কন পটুয়াখালী। সম্মানীয় অতিথি ছিলেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। ইসকনের জমিদাতা গোপাল কর্মকার, এডভোকেট কমল দত্ত, সাবেক সভাপতি পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদ। অতুল চন্দ্র দাস সভাপতি, পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পটুয়াখালী সাবেক সিভিল সার্জন ডাক্তার জগন্নাথ পাল, এডভোকেট কালাচাঁদ সাহা, শুক্লা রায়, গৌরী মালাকার, রসেশ্বর নিতাই দাস ব্রহ্মচারী প্রমুখ।
বিভিন্ন প্রোগ্রামের ধারাবাহিকতায় আজ দর্শন আরতি, গ্রু পূজা, অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা হয় এবং বিকেল চারটে বেজে এক মিনিটে শ্রী শ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা সর্বপ্রথম ঘটে। সন্ধ্যা সাতটা বেজে এক মিনিটে শ্রী শ্রী গৌর সুন্দরের আরতি কীর্তন, সাতটা বেজে ৩০ মিনিটে শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা কথা, সর্বশেষ ৮ টা বেজে ৩০ মিনিটে অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে আজকের পূজার্চনা টি সম্পন্ন হয়।
Leave a Reply