পাবনায় অন্যায়ের প্রতিবাদ করায় নার্সিং কলেজের
শিক্ষার্থীকে মারপিট করে সন্ত্রাসীরা
পাবনা প্রতিনিধি
অন্যায়ের প্রতিবাদ করায় বিএস নার্সিং পাশকৃত রুপালি পারভিন রুপা (২১) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাতের কব্জি ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় উক্ত শিক্ষার্থী আমিনপুর থানায় অভিযোগ দিতে গেলে ও সি মামলা নিতে গরিমসি করে।
অবশেষে গত ১৩ জুন আদালতে অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ আদালতে মামলা করা ৭দিন অতিবাহিত হলে ও এখন পযন্ত পুলিশের ভূমিকা চোখে পড়েনি। পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জানা গেছে গত ৬ জুন মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ, সোহেল, আনসার, রমজানদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাবনার আমিনপুর থানাধীন আহমেদপুর ইউনিয়নের দুর্গা পুর গ্রামের ইউনুছ শেখের বাড়ি ঘরে অতর্কিত হামলা চালিয়ে রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে পুরুষ লোকজন না থাকায় নারীরা প্রতিবাদ করলে তাদের কে মা্রপিট করে। এ সময়, রুপালি, আকিরন নেছা ও খালা জুলেখা ও নাসিমা সহ ৪জন গুরুতর আহত হয়।
এ বিষয়ে আহম্মেদপুর ইউনিয়নের ৩ নংওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাবু ঘটনার সত্যতা স্বীকার করেন।
বুধবার বেড়া উপজেলা আইনশৃংখলা মিটিং-এ বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন বিষয়টি উত্থাপন করলে উপজেলা নিবাহী অফিসার মো:সবুর আলী ওসিকে এর ব্যাখ্যা দিতে বলেন, এ সময় আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, জমিজমা নিয়ে দু পক্ষ ই মামলা করেছে। আসামীরা জামিনে রয়েছে। তদন্ত শেষে আদালতে চাজসীট দেয়া হবে। রুপালি পারভিনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, একই ঘটনা নিয়ে দুটি মামলা হয় না।
উজ্জল হোসনে। বেড়া, পাবনা।
Leave a Reply