চাঁদপুর সদরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও অনন্যা সকল মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো জেলা প্রশাসকের কার্যালয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার,চাঁদপুর সদর চাঁদপুর। চাঁদপুর জেলা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। চাঁদপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন ভুইয়া বলেন ১৪ই জুন চট্টগ্রামের জামাল খান এলাকায় বিএনপি, জামাত, শিবির ক্যাডার কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাস্টারদা সূর্য সেন অগ্নিকন্যা প্রীতিলতা ড.মোঃ শহীদুল্লাহ মুরানো ও দেওয়া চিএ ভাঙচুরের প্রতিবাদে এবং অবিলম্বে এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য পেশ করেন যে আমরা জীবিত থাকা অবস্থায় কখনো শেখ হাসিনা গড়া সোনার বাংলাদেশ নৈরাজ্য সৃষ্টি হতে দেবোনা। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান এবং তাদের নাতি নাতনি বিন্দু ১. আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ২. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটয়ারী দুলাল ৩. সানাউল্লাহ খান ৪. ব্যাংকর মজিবুর রহমান ৫. সাবউদ্দিন মজুমদার ৬. অজিত সাহা ৭. শহীদুল্লাহ ভাইয়া ৮. আইস আলী ঢালি ৯. মনির আহমেদ ১০. আব্দুল হাই ১১. সোলেমান ১২. আব্দুল সামাদ ১৩. রওশন আলী বেপারী ১৪. রুলামিন গাজী; ১৫. মফিজুল ইসলাম ১৬. বাসুদেব মজুমদার ১৭. জয়নাল মাস্টার ১৮. আব্দুর রব খান ১৯. বাচ্চু মিয়া পাটোয়ার ২০. আব্দুল কালাম পাঠান ২১. আব্দুল সাত্তার.২২. সামাদ মিয়া প্রমুখ।
Leave a Reply