বীর মুক্তিযোদ্ধার সন্তান কামালকে হত্যার উদ্দোশ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে আহত অবস্থায় সিলেট উসমানীতে ভর্তি করা হয়।
জানা যায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হান্নান সাহেবের একমাত্র পুত্র বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন উজ্জল গত ১০/১২/২০২২ ইংরেজী তারিখে উনার নিজ বাড়ী হইতে ব্যাক্তিগত কাজে হবিগঞ্জে আসেন কাজ শেষে সি এন জি যোগে বাড়ী ফেরার পথে কালার ডুবা নামকস্থানে পূর্ব থেকে উৎ পেতে থাকা কয়েক জন ব্যাক্তি সিএনজি কে আটক করে কামাল কে গাড়ী থেকে টেনে হেচরে নামানোর চেষ্টা করে তখন সময় কামাল হোসেন উজ্জল সত্রাসীদের কে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করিলে সত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে এতে মোহাম্মদ কামাল হোসেন মাটিতে লুটিয়ে পরেন জ্ঞ্যানহীন অবস্থায় থাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয পরে হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট উসমানীতে প্রেরন করেন এতে করে এলাকায় নিন্দার ঝড় উটেছে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ কামাল হোসেন উজ্জল কে হত্যার উদ্দোশ্যে যারা হামলা চালায় সেই হামলা কারীদের গেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানান। এলাকা বাসী।
Leave a Reply