চুয়াডাঙ্গায় ভুট্টার গোডাউন আগুনে দাউ দাউ করে জ্বলছে
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৬ শে জুন ২৩ ইং সোমবার দুপুর ২.৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন খেজুরা গ্রামের ইসাহাক আলী জোয়ার্দার পিতা মোঃ দুখো জোয়ার্দার এর ভুট্টার গোডাউনে আগুন ধরে যায়। স্থানীয় জনগণ গোডাউনে আগুন নেভানো চেষ্টা করে।
খবর পেয়ে আগুন নেভানোর জন্য ফাইয়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে। ফাইয়ার সার্ভিসের কর্মীদের এক ঘন্টা প্রচেষ্ঠায় আগুন নেভানো সম্ভব হয়। এই সময় গোডাউনের ভিতর ও উপরের ছউনীর টিন সব পুড়ে গেছে।কিভাবে আগুন লেগেছে তা স্থানীয়রা বলতে পারছে না। পরিশেষে আগুন নেভানো সম্ভব হয়।
Leave a Reply