চাঁদপুর পশ্চিম জাফরাবাদ আখন বাড়ি হোসানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭ টা ৩০ মিনিটের সময়। জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার চাঁদপুর সদর চাঁদপুর। চাঁদপুর পশ্চিম শ্রীরামদী আখন বাড়ি হোসানিয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রতিবছরের মতই এবারো ঈদুল আযহার প্রধান ঈদের জামাত শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯শে জুন)সকাল সাড়ে সাতটায়। এই দিনটি জাফরাবাদ গ্রামের বিভিন্ন মসজিদের মুসলিমরা দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করে থাকেন। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হাফেজিয়া মাদ্রাসার খতিব। পশ্চিম জাফরাবাদ ও পশ্চিম শ্রীরামদী সকল এলাকার মুসলিমদের মাঝে ঈদুল আযহার নামাজ শেষে কৌশল বিনিময় দেখা যাচ্ছিল যে, দুই রাকাত নামাজ শেষে খুতবা শোনার পর মোনাজাতে সকল বিপদ আপদ ও অসুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সকলে যেন ভালোভাবে কোরবানি টা দিতে পারে এবং গরিব অসহায়দের মাঝে কোরবানি গোশত তিন ভাগে ভাগ করে বন্টন করে দিতে হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর অনুসরণ করে ,কেউ যেন কোরবানির গোশত ছাড়া খালি হাতে ঘরে ফিরে যেতে না পারে। এদিকে কোরবানির দেওয়া মুসলিমদের নজর রাখা একান্ত দায়িত্ব ও কর্তব্য এই বলে মোনাজাত শেষ করেন।
Leave a Reply