চাঁদপুর পুরান বাজার ঈদের সেমাই খেয়ে একই পরিবারের দশজনের অসুস্থ হয়ে পড়েন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার চাঁদপুর সদর চাঁদপুর। চাঁদপুর পুরান বাজার ঈদের সেমাই খেয়ে একই পরিবারের শিশু, মহিলা ,পুরুষসহ ১০জনের করুন অবস্থা। পুরান বাজার মধ্যশ্রীর কবরস্থান রোড শাহজাহান মাতব্বরের বাড়িতে (২৯শে জুন) বৃহস্পতিবার দিন সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। অসুস্থ পরিবারের লোকজন জানিয়েছে যে,ঈদের দিন সকালে ঈদের সেমাই খাওয়ার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে পেটে ব্যথা উঠে এক একজনের পর একজন ঘুরে পড়ে যাচ্ছে। তাদের অবস্থা ভালো না দেখে চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে খুব দ্রুত নিয়ে আসেন। জেনারেল হাসপাতাল থেকে তাদের অবস্থা ভালো না বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া যায় হয়। শাহজাহান মাধব্বরের বাড়িতে গিয়ে জানা গেছে ১০ জনের অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে তাদের পরিবার সবার কাছে দোয়া কামনা করছে।
Leave a Reply