হাইমচরে মাল্টি বিজনেস মার্কেটিং কোম্পানি লিঃ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
জাহিদ হোসেন ,স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা।
হাইমচর মাল্টি বিজনেস মার্কেটিং কোম্পানি লিমিটেড এর জন্য জরুরী ভিত্তিতে ৬ জন নারী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচ এসসি/স্নাতক/সমমান পাশ এবং বয়স সর্বচ্ছ ৩৫ এর মধ্যে হতে হবে।
পদের নামঃ সেল্স অফিসার ও সেল্স ম্যানেজার। বেতনঃ ১৫,০০০ টাকা,টিএডিএ ৫,০০০ টাকা, অন্যান্য কমিশন আছে এবং প্রার্থীর বাড়িতে থেকে কাজের সুযোগ পাবেন।
সরাসরি সিভি(CV) আগামী ১৫/০৭/২৩ তারিখের মধ্যে মার্সেল শোরুম অথবা মিনিস্টার প্লাজা,আলগীবাজার জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানাঃ মিনিস্টার প্লাজা, আলগী বাজার, সোনালী ব্যাংকের নীচ তলায়, অথবা মার্সেল ডিলার শোরুম একই বিল্ডিংএ ২য় তলায় হাইমচর মাল্টি বিজনেস মার্কেটিং কোম্পানি লিঃ ,আলগীবাজার, অগ্রনী ব্যাংকের পূর্ব পাশে,থানাঃ হাইমচর,জেলাঃ চাঁদপুর। যোগাযোগঃ +880 1704-043515, 01639269403।
Leave a Reply