সবুজ আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ে ১৯৩ কেজি গাঁজাসহ জুলফিকার ঢালী নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার থেকে ১১ ইয়াবা ও নগদ ১ লাখ ৩০ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়। তিনি সদরের আরাজি মিলনপুর সাঈদ ঢালীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ নীলফামারীর কার্যালয়ে এ তথ্য জানান রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে ঐদিন ভোরে সদরের গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে অভিযান চালায় র্যাব-১৩। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের জুলফিকার ঢালী গোপনে মাদক কেনাবেচার কাজ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তার বসতবাড়িতে তল্লাশি অভিযান শুরু করে র্যাব। এ সময় ১৯৩ কেজি গাঁজা, ১১ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত জুলফিকার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
Leave a Reply