গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কেজি
৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই (নিঃ)/সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানার জিডি নং-৪৪৪তারিখ-০৮/০৭/২০২৩ইং মূলে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময় ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে গাড়ি চেকিং কালে আজ ০৮/০৭/২০২৩ তারিখ ১২.১০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী টু বগুড়াগামী ALANGKER পরিবহনের যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-গাজীপুর-জ-০৪–০২৩৯ ভুরুঙ্গামারী হইতে বগুড়া যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এস.আই (নিঃ)/সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাসের ভিতর চেকিং করাকালে বাসের সামনে বোনাটে বসা যাত্রী মিজানুর রহমান এর দেহ তল্লাশী করাকালে অস্বাভাবিক মনে হইলে সে জানায় যে, তাহার হেফাজতে মাদকদ্রব্য রহিয়ছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামী মিজানুর রহমান এর দেখানো এবং বাসের বাম পার্শ্বে লোকারের ভিতরে হইতে তাহার বের করে দেওয়া মতে একটি নীল রংয়ের প্লাস্টিকের ক্যারেন্টর ভিতর তিনটি পলিথিনের পোটলায় ০২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
Leave a Reply