পটুয়াখালীতে ট্রলার ডুবি
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীর রাঙ্গাবালীর বুড়াগৌরাঙ্গ নদীতে ট্রলার ঢুবীর ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৭জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বন্ধু পরিবহন নামের ট্রলার ডুবির ঘটনায় প্রথমে দুই জন সাঁতরে প্রানে বেঁচে যান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।প্রানে বেঁচে যাওয়া ওই যাত্রিরা জানান, ছয় থেকে সাত জন যাত্রি নিয়ে ট্রলারটি শুক্রবার বিকেলে গলাচিপা লঞ্চ ছেড়ে রাঙ্গাবালীর চর আন্ডার দিকে রওনা হয়। পরে বুড়া গৌরাঙ্গ নদীর তিন মোহনায় পৌঁছালে ট্রলারটি ঢেউয়ের তোপে ডুবে যায়। তবে দিপংকর ও সত্য নামের দুই যাত্রি নিখোঁজের খবর থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার।
তিনি বলেন, প্রথমে ট্রলার ডুবির ঘটনায় দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদেরকে দুই স্থানে আলাদা আলাদা ভাবে খুঁজে পাওয়া যায়। তারা সাঁতরে দুই আলাদা আলাদা ঘাটে ওঠে।
Leave a Reply