চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক ০১টি বাস, বাস হতে চুরি যাওয়া ০১টি রিমসহ টায়ার ও ০২টি বড় ব্যাটারি উদ্ধার|| গ্রেফতার-০২জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ৯ ইং জুলাই ২৩ ইং দুপুর ১২.৩০ ঘটিকায়
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মাসুম বেল্লা সংগীয় অফিসার ফোর্সসহ ঝিনাইদহ পুরাতন বাসস্ট্যান্ডের জনৈক মোঃ শহিদুল ইসলামের ভলকানাইজিং-এর দোকানের সামনে থেকে বাস হতে চুরি যাওয়া রিমসহ টায়ার ও ০২টি বড় ব্যাটারি এবং চুয়াডাঙ্গা থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রেলস্টেশনের পূর্বপাশে রাস্তার পাশে হতে ০১টি বাস, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৫০৩২ উদ্ধারসহ আসামি ১। মোঃ আদু শেখ(২২), পিতা-মোঃ আকবার শেখ, সাং-চরবাগজুরি, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, ২। মোঃ হৃদয়(২৪), পিতা-তজিবর বিম্বাস, সাং- ঝুমঝুমপুর (বিজিবি ক্যাম্পের পেছনে রানি বাজার মসজিদের পাশে), বর্তমান সাং-সানতলা, বাবলুর বাড়ির পাশে, থানা ও জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, উক্ত চুরির ঘটনার প্রেক্ষিতে রুজুকৃত মামঅন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply