চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়নে কৃষক জোটের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১১ ই জুলাই ২৩ ইং রোজ মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক জোটের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সহ সভাপতি হাজেরা খাতুন. সাধারণ সম্পাদক লিটন কোষাধ্যক্ষ সহির উদ্দীন রিসোর প্রোগ্রাম অফিসার চুমকি খাতুন সহ অনেকে।
উক্ত সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দার বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশের কৃষক। অথচ এই কৃষক সবচেয়ে অবহেলিত। কৃষকের উৎপাদিত ফসলের মুল্য কৃষকেরা নির্ধারণ করতে পারে না। তাই কৃষকের দাবি কৃষকের উৎপাদিত ফসলের মুল্য নির্ধারণে সময় কৃষক প্রতিনিধি রাখতে হবে। চুয়াডাঙ্গায় সবজি হিমাগার স্থাপন করতে হবে। সার কীটনাশক ও ডিজেলের মুল্য কমাতে হবে। চুয়াডাঙ্গা কৃষকের জন্য ৭০/সাড়ে হারভেষ্ট মেশিন দিতে হবে।
এই সভায় পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার ডাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ২৫০ বেড চালুর দাবিতে আগামী ১৭ জুলাই অনশনের একত্ব ঘোষণা এবং অনশনে অংশ গ্রহণ করবে।
উক্ত আলোচনা সভাটি সঞ্চলন করেন রিসোর ফিল্ড অরগানাইজার সাধন কর ও মামুন হোসেন।
Leave a Reply