চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়াড়ি চক্রের ০৬ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোটারঃ
গতকাল১১ই জুলাই ২৩ রোজ মঙ্গলবার রাত ৯.৩০ ঘটিকায় মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চুয়াডাঙ্গা থানাধীন ডিঙ্গেদহ টাওয়ার পাড়া সাকিনস্থ মরহুম ডাঃ শৈলেনের আম বাগান হতে জুয়া খেলা অবস্থায় ১। মোঃ বিশারত আলী(৫৫), পিতা- মৃত জলবক্স মন্ডল, সাং-মদনা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ মিলন মোল্যা(৩২), পিতা- মোঃ আক্তার মোল্যা, সাং- ডিঙ্গেদহ বাজারপাড়া, ৩। মোঃ সোহরাব(৫৮), পিতা- মৃত ফকির চাঁন মন্ডল, সাং- ডিঙ্গেদহ মানিকদি পাড়া, ৪। মোঃ রিপন হোসেন(৩৫), পিতা- মৃত সৈয়দ আলী, ৫। মোঃ আহসান(৪২), পিতা- মৃত আহম্মেদ, ৬। মোঃ খোকন(৫০), পিতা- মৃত আছির উদ্দিন মন্ডল, সর্বসাং- ডিঙ্গেদহ মানিকদি পাড়া, সর্ব থানা- চুয়াডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে ক) জুয়া খেলার টাকা, খ) এক সেট তাস এবং গ) একটি প্লাস্টিকের বস্তার চটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply