চীনের জামাই পেলো চুয়াডাঙ্গার জীবননগরবাসি!
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
প্রেম মানে না কোন জাত, কূল, ধর্ম বা ভৌগলিক সীমারেখা। তারই প্রমাণ দিলেন প্রেমের টানে নিজ দেশ চীন থেকে এসে ছুটে এসে সাউই চুই (২৮) নামের এক যুবক।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুরে ফারিয়া সুলতানাকে চীন থেকে এসে বিয়ে করলেন চীনা এই নাগরিক। ফারিয়া সুলতানা মুন নামের এই তরুণী। গয়েশপুর গ্রামের দিনমজুর সানোয়ার হোসেনের মেয়ে ফারিয়া (২০)। গত ঈদুল আজহার পরেরদিন ঢাকায় বিবাহ-বন্ধনে আবদ্ধ হোন তারা৷
Leave a Reply