চুয়াডাঙ্গায় ২৫০ শয্যার হাসপাতাল পুর্ণঙ্গ চালুর দাবীতে দ্বীতিয় দিন অনশন চলাকালীন বেশ কিছু মুক্তিযোদ্ধার সন্তান অসুস্থ্য
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৯ শে জুলাই ২৩ ইং রোজ বুধবার প্রয়োজনীয় অবকাঠামোর, ডাক্তার ও জনবলসহ ২৫০শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবীতে টানা দ্বীতিয় দিন আমরন অনশন চলছে।
আমরণ অনশন টানা দ্বীতিয় দিন চলাকালীন চারজন নেতা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক আলিফ জোয়ার্দার. সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার। সদর উপজেলা সদস সচিব মোঃ শাহাজান আলী ও পদ্মবিলা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আজাদ আলী।দাবী আদায় না হওয়া পযন্ত আমরণ অনশন চলবে।
উক্ত আমরণ অনশন উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা আহবায়ক গরীব রুহানি মাসুম। যুগ্ম আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার যুগ্ন আহবায়ক আলিফ জোয়ার্দার সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার সদর উপজেলা আহবায়ক আকরামুল হক কামাল সদস্য সচিব শাহাজান আলী পোর সদস্য সচিব জসিম উদ্দিন নিয়তি পৌর যুগ্ম আহবায়ক আরশাফুল আলম পদ্মবিলা ইউনিয়ন সদস্য সচিব আলী হোসেন কুতুবপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক লভলু মিয়া আরশাফুল ইসলাম সহ অনেকে। উক্ত অনশনে বক্তারা বলেন দাবি আদায় না হওয়া পযন্ত আমরণ অনশন চলবে। এটা চুয়াডাঙ্গা বাসির প্রাণের দাবি।
Leave a Reply