চাঁদপুর অরুন নন্দী সুইমিং পুলের সংস্কার কার্য পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঁদপুর।
মোঃ জাকির হোসেন।।
জেলা প্রতিনিধি, চাঁদপুর।
চাঁদপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত অরুন নন্দী সুইমিং পুলটি ২০০২ সালে নির্মিত হয়। ২০০৮ সালে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে পুলটি নিয়মিত ব্যবহৃত হত। ২০১৮ সালের পরে কারিগরি সমস্যায় সুইমিং পুলটির উপযোগিতা কমতে থাকে এবং বেশ কিছু বছর ধরে পুলটি বন্ধ আছে।
বিষয়টি গোচরে আসলে চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যদের প্রচেষ্টার ফলে সুইমিংপুলের সংস্কারসহ গ্যালারি নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়, এর পাশাপাশি একটি জিমনেসিয়াম নির্মাণকাজও শুরু হবে। এই দুটি প্রকল্প শুরুর প্রাথমিক কার্যক্রম তদারকিতে আজ সরেজমিন পর্যবেক্ষণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দীন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির কয়েকজন সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা বাবু।
Leave a Reply