মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা”র কার্যকরী কমিটির ৪ জনকে আজীবন সদস্য করে কমিটি অনুমোদন
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা।
আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর হাইমচরের অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র ২০২৩ এর কার্যাকরী কমিটি এবং চারজনকে আজীবন সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।
মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী সভাপতি, মোঃ হাসান মিজি সাধারণ সম্পাদক, মোঃ সাদ্দাম কবিরাজ সহ-সভাপতি, মিয়াজী মোঃ মেহেদী হাসান যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সিয়াম হোসেন সাগর পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক, মোঃ জুয়েল মৃধা সহ-সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি এবং মোঃ আবুল বাশার বাবু কাজী আজীবন সদস্য, মোঃ লিমন কবিরাজ আজীবন সদস্য, মমিন কবিরাজ আজীবন সদস্য, শামিম গাজী আজীবন সদস্য ৪ জনকে আজীবন সদস্য করে ২১ জুলাই অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, মোঃ আরিফুল ইসলাম মিজি এর স্বাক্ষরিত ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৪জনকে জীবন সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply