বাঘায় হেরোইন সহ বাবা মেয়ে আটক
মোঃ শামসুজ্জোহা শামীম
বিশেষ প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর বাঘায় হিরোইন ও ইয়াবাসহ এখলাস মন্ডল ও তার মেয়ে জুলি খাতুনকে আটক করেছে র্যাব-৫। বৃহষ্প্রতিবার(২৭ জুলাই) দুপুরে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার আলাইপুর(মন্ডলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃত এখলাস মন্ডল উপজেলার আলাইপুর(মন্ডলপাড়া) গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, এখলাস মন্ডল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে বিক্রী করে আসছিল। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। অত:পর অবৈধ আসামীদের বাড়িতে মজুত রাখা অবৈধ ১০০ গ্রাম হেরোইন ও ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দসহ বাবা-মেয়েকে আটক করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে বাঘা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান এ সংক্রান্তে র্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখিত ২ আসামী বাবা ও মেয়েকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
Leave a Reply