গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচি
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই( রোববার) দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলা আওয়ামীলীগ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম সৃতি এমপি।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,সাবেক সহ সভাপতি এনামুল হক মকবুল,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আজাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, মৎস্যজীবী লীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ওয়ারিফুল ইসলাম লিমন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনসহ পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
সমাবেশে বক্তারা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা জানান ও দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে বিপদে না ফেলার আহবান জানানোর পাশাপাশি হুশিয়ারী দিয়ে বলেন এমন আগুন সন্ত্রাসের পূনরাবৃতি হলে কঠোর হাতে দমন করবে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
Leave a Reply