বিষ পানে যুবকের মৃত্যু
হুসাইন মোহাম্মদ রাব্বি (স্টাফ রিপোর্টার)
বাবা-মায়ের ওপর অভিমান করে’ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষপান করে নিরব মুন্সী (১২) নামের এক ছেলে নিহত নিরব মুন্সী বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের মো. আসলাম মুন্সীর ছেলে। সে বহরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বুধবার বেলা তিনটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ জুলাই নিরব ও তার ছোট বোনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মা-বাবা নিরবের ওপর রাগারাগি করেন। এতে নিরব অভিমান করে ওইদিনই বাজার থেকে ঘাস মারার কীটনাশক (বিষ) কিনে খায়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিরবের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
প্রায় এক সপ্তাহ চিকিৎসা গ্রহণ শেষে ৩১ জুলাই সোমবার নিরবকে নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। বাড়ি আসার একদিন পরে বুধবার বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply